জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না জেলার সাংসদ ড. জয়ন্ত কুমার রায় । রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের প্রাক্কালেই জলপাইগুড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে তৎপরতা শুরু হয় । কিন্তু অভিযোগ জেলায় মেডিকেল কলেজের স্থাপনে যার সক্রিয়তা ছিল বেশি , জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকুও দেখায়নি রাজ্য ও জেলা প্রশাসন-এমনটাই অভিযোগ সাংসদের ঘনিষ্টমহলে ।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী ।
জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থও মঞ্জুর করা হয়েছে । অথচ যার তৎপরতার জন্য এতকিছু হয়েছে সেই সাংসদকেই মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ডাকা হয়নি । বিষয়টি অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন তিনি । বুধবার সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিজেপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী।
তিনি আরো অভিযোগ করে বলেন , মেডিকেল কলেজ হাসপাতালের জন্য গত সাতমাস আগে অর্থ মঞ্জুর করেছিল কেন্দ্রীয় সরকার । অথচ সেই টাকা এতদিন ফেলে রেখে মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু করা হয়নি । এখন ভোটের রাজনীতি করার জন্য এর শিলান্যাস করছেন তৃণমূল নেত্রী ।এই বিষয়ে যদিও স্থানীয় সাংসদ জয়ন্ত বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।