জাভেদ আখতার হুমকি দেন, রোশনদের কাছে ক্ষমা চাও, নয়তো আত্মহত্যা করতে বাধ্য হবে, অভিযোগ কঙ্গনার

 সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে ফের পুরোদমে চলছে স্বজনপোষণ বিতর্কে। কঙ্গনা রানাওয়াত প্রথম এই বিষয় থেকে পর্দা সরিয়েছিলেন। সুশান্তের আত্মহত্যার পর কঙ্গনা বলেছেন, তাঁকেও আত্মহত্যায় প্ররোচিত করার চেষ্টা করেন বলিউডের প্রভাবশালীরা।

মহেশ ভট্টর কাছে কিছুদিন আগে কাজ চাইতে যান সুশান্ত। মহেশ কাজ তো দেনইনি, উল্টে তাঁকে পরভিন ববির সঙ্গে তুলনা করেন। এ নিয়ে মহেশকে তুলোধোনা করেছেন কঙ্গনা। এবার তিনি অভিযোগ করেছেন জাভেদ আখতারের প্রতি। কঙ্গনা বলেছেন, হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝামেলা যখন তুঙ্গে, তখন তাঁকে বাড়িতে ডাকেন জাভেদ। বলেন, রাকেশ রোশন আর তাঁর পরিবার অত্যন্ত প্রভাবশালী। যদি ওদের কাছে ক্ষমা না চাও, তোমার কোথাও যাওয়ার থাকবে না। তোমাকে ওরা জেলে পুরে দেবে, এক সময় নিজেকে শেষ করে দেবে তুমি.. আত্মহত্যা করবে। কঙ্গনার প্রশ্ন, কেন জাভেদের মনে হয়েছিল, হৃতিকের কাছে ক্ষমা না চাইলে তাঁকে আত্মহত্যা করতে হবে? এ সব বলার সময় তাঁর ওপর বিশ্রীভাবে চেঁচামেচি করেছিলেন জাভেদ, ভয়ে তিনি কাঁপছিলেন। অভিযোগ করেছেন কঙ্গনা।