জলপাইগুড়িতে জেলা পুলিশের প্রায় ৩৫জন পুলিশ করোনায় আক্রান্ত

জলপাইগুড়িতে জেলা পুলিশের প্রায় ৩৫জন পুলিশ করোনায় আক্রান্ত। এর সঙ্গে বেশ কয়েকজন।পুলিশ চলে গিয়েছেন হোম আইসেলশনে। ৭জনের চিকিৎসা চলছে কোভিড হাসপাতালে।জেলা পুলিশ সূত্রে এখবর পাওয়া গেছে ।

করোনা মোকাবিলায় পুলিশ কর্মীরা সামনের সারিতে থেকে লড়াই করছে। পুলিশ কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছেন পুলিশসুপার।করোনা পরিস্তিতির মধ্যে পুলিশ কর্মীদের সকালে ঘুমথেকে উঠে যোগা করা, সময়মতো খাবার খাওয়া,নিয়মিত ঔষধ খেতে হবে পুলিশ কর্মীদের এমনি নিদান দিচ্ছেন জলপাইগুড়ি জেলা চিকিৎসক পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এর পাশাপাশি সবাইকে মুখে মাস্ক পরতে হবে ও সঙ্গে সেনিটাইজার দিয়ে হাত সেনিটাইজ করতে হবে। সদ্য জলপাইগুড়ি জেলা পুলিশের দায়িত্ব নিয়েছেন প্রদীপ কুমার যাদব। তিনি পুলিশ সুপারের পাশাপাশি একজন এম বি বি এস চিকিৎসক বটে।