জরুরি ভিত্তিতে নতুন আশার আলো

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও দেশে কোভিডের বাড়বাড়ন্ত। জীবনদায়ী ওষুধ, অক্সিজেনের অভাবে ধুঁকছে ভারত। এই পরিস্থিতিতে করোনা বধে এবার হাতে এল নতুন অস্ত্র। চিকিৎসকদের হাতে এসেছে নতুন একটি ওষুধ ‘ভিরাফিন’। ওষুধটি তৈরি করছে জাউডাস ক্যাডিলা ড্রাগ সংস্থা। দেশের ২০ থেকে ২৫টি সেন্টারে তারা প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের উপর এই ড্রাগটি র পরীক্ষামূলক প্রয়োগ করছে, যার ফলাফল আশানুরূপ হয়েছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI করোনা রোগীদের চিকিৎসায় জাইডাস-ক্যাডিলা সংস্থার ভিরাফিন ওষুধকে ছাড়পত্র দিল।