আজ বাংলার বিধাসভা নির্বাচনের শেষ দফার ভোট চলছে। ভোট গ্রহণ প্রক্রিয়া এখন শেষলগ্নে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন আগে, শুক্রবার সমস্ত দলীয় প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক হয় ফল ঘোষণার একদিন আগে অর্থাৎ শনিবার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু পাল্টায় সেই সময়সূচি। শুক্রবারের এই ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে ভোট গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের এজেন্টদেরও। মনে করা হচ্ছে শুক্রবারের বৈঠকে নতুন নিয়ম প্রসঙ্গে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে মমতা এই জরুরি বৈঠক তলব করেছেন।