২০২০ সালের স্বাধীনতা দিবসের পরদিনই নতুন মুক্তির স্বাদ পেতে চলেছে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে, অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানিয়েছেন পরীক্ষামূলকভাবে জম্মু ও কাশ্মীরের দুটি জেলায় ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ তুলতে রাজি কেন্দ্র। তিনি জানান, আগামী ১৬ অগস্ট ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, একসঙ্গে গোটা জম্মু-কাশ্মীরের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলা হবে না। ধাপে ধাপে এক একটি জেলা থেকে তুলে নেওয়া হবে ব্যান। চালু হচ্ছে জম্মুর একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায়।