আজ ৯ সেপ্টেম্বর আজ বলিউডের “খিলাড়ি কুমার” ওরফে অক্ষয় কুমারের জন্মদিন। আজ তিনি ৫৪ বছরে পা দিলেন। তিনি একাধারে ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা
প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।তার প্রকৃত নাম রাজিব হরি ওম ভাটিয়া।অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন।তিনি তার প্রথম জীবনে মুম্বাইয়ের ডন বসকো স্কুল এ পাঠ্য গ্রহণ করেন এবং পরে তিনি মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজএ পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি তিনি তায়কোয়ান্দোতে,মার্শাল আর্ট,
মুই থাই এরমতো বিদ্যা গুলিতেও নিজেকে পারদর্শী করে তোলেন।
কুমারের প্রধান চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম কাজ ছিল রাখী গুলজার ও শান্তিপ্রিয়ার বিপরীতে সৌগন্ধ (১৯৯১)। তারপর তিনি একের পর এক ছবিতে অভিনয় করেন যা পরবর্তীকালে দর্শকের মন জয় করতে সক্ষম হয়। অক্ষয় কুমারের বিখ্যাত কিছু ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’, ‘হেরাফেরি’,’ফির হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া, ‘রুস্তম’, ইত্যাদি তিনি তাঁর কর্মজীবনের এখনো অব্দি একশোর বেশি ছবিতে কাজ করেছেন। হিন্দি সিনেমায় অভূতপূর্ব অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং স্টার স্ক্রীন পুরস্কার পেয়েছেন। অক্ষর কুমার ফোর্বস ২০২০ তালিকাভুক্ত একমাত্র ভারতীয় অভিনেতা, যে ১০ জন সর্বচ্চ বেতনভুক্ত পুরুষ অভিনেতার তালিকায় রয়েছেন। কেবলমাত্র অভিনয় এর ক্ষেত্রেই নয় ওনার নাম উঠে এসেছে দানশীলতার ক্ষেত্রেও । এই অন্যতম অভিনেতা কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।