জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

বলিউডের মাদক মামলায় টেলিভিশনের জনপ্রিয় জুটি ভারতী সিংয় ও হর্ষ লিম্বাচিয়া বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। হর্ষ ও ভারতীর মুম্বইয়ের ফ্ল্যাট ছাড়াও আন্ধেরি, লোখান্ডাওয়ালা ও ভারসোভা এলাকাতেও তল্লাশি চালায় এনসিবি।

উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরই বলিউডে মাদকযোগে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত। কমেডি ক্যুইন ভারতী। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গিয়েছে ভারতীকে।