বনদপ্তর অফিসের ঢিল ছোড়া দূরত্বে উচ্চস্বরে মাইক বাজিয়ে পিকনিক করছে কিছু মানুষ। এই ঘটনায় নির্বিকার প্রশাসন।এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবেশকর্মীরা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার চুনিয়াঝোড়া বিট সংলগ্ন ঢিল ছোড়া দুরত্বে ফাঁসখাওয়া পিকনিক স্পটে ।
অভিযোগ ,বনের ভিতর পিকনিক বহু জায়গাতেই নিষিদ্ধ এবং মাইক বাজানো একেবারেই বন্ধ তবুও প্রশাসনের নাকের ঠকায় এমন ঘটনায় হুশ নেই প্রশাসনের বলে অভিযোগ করছেন পরিবেশ প্রেমীরা । এছাড়াও বনের ভিতর অবৈধ মদের ব্যবসায় অভিযোগও উঠেছে একাধিক জায়গায় মদের ভাঙা বোতলের চিত্র উঠে এসেছে । বিষয়টি নিয়ে স্থানীয়রা মুখ খুলতে চাইলেও কিছু ব্যক্তির ভেয়ে তাঁরা মুখছেন না । অনেকের অভিযোগ বনের ভিতর এমন পিকনিক বন্ধ করাই প্রয়োজন মাইক বাজানো মদের অবৈধ ব্যবসা হচ্ছে । এই বিষয়ে বনদপ্তরে হাতিপোতা রেঞ্জের রেঞ্জার উত্তম সরকার বলেন, আমরা একাধিক বার বন্ধ করে দিয়েছি তবুও চলছে বিষয়টি অবৈধ কোন পারমিশন নেই পিকনিকের ।