ছোটো শহরেও উপস্থিতি মজবুত করছে ফ্লিপকার্ট

ফ্লিপকার্ট দেশজুড়ে তার সাপ্লাই চেইন প্রসারিত করছে। এর লক্ষ্য হল অনলাইনে আসা নতুন ও বর্তমান গ্রাহকদের চাহিদা মেটান ও লক্ষ লক্ষ এমএসএমই, সেলার, হস্তশিল্পী ও কিরানাগুলিকে সাহায্য করা। ফ্লিপকার্টের এই পরিকাঠামোগত বৃদ্ধির কারণ হল আসন্ন উৎসব ও বিগ বিলিয়ন ডেজের আনন্দ গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া। গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানর জন্য দেশে ৩ হাজারেরও বেশি ফ্যাসিলিটি বাড়ান হয়েছে। এর ফলে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে ছোটো শহরগুলির বহুসংখ্যক সেলার, এমএসএমই ও কারিগররা সারা দেশের গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে পারবেন।  

দেশজুড়ে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব ও ডেলিভারি সেন্টারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে। ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত দেশের ৫০ হাজারেরও বেশি কিরানা এই উৎসবের মরশুমে বেশিসংখ্যক ডেলিভারির ব্যাপারে সাহায্য করবে। চলতি উৎসবের মরশুমে ফ্লিপকার্ট তার সাপ্লাই চেইনে প্রায় ৭০ হাজার প্রত্যক্ষ ও আরও কয়েক লক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ এনে দিচ্ছে। সাপ্লাই চেইনের নেটওয়ার্ক প্রসারণ ফ্লিপকার্টের উপস্থিতি বাড়াবে মেট্রো শহরগুলি ছাড়াও টিয়ার-২ ও ৩ শহরগুলি-সহ লাদাখ, বিষ্ণুপুর (মণিপুর) ও ডিমাপুরের (নাগাল্যান্ড) মতো স্থানেও। একইসঙ্গে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।