ছাড়পত্র পেল প্রস্তুতকারক সংস্থা

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। নয়া স্ট্রেন নতুন করে চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। আসলে কারণ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বড়দের পাশাপাশি শিশুর শরীরেও হানা দিচ্ছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে জোর কদমে চলছে টিকাকরণ। তাই ভ্যাকসিন যাতে ২-১৮ বছর বয়সিদেরও দেওয়া যায় সেই লক্ষ্যে এগোচ্ছে ভারত। কোভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মিলেছে ছাড়পত্র। বিশেষজ্ঞদের একটি প্যানেল এই ট্রায়ালের ছাড়পত্র দিল ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থাটিকে। সবুজ সংকেত পেল টিকাটি। এবার হয়তো চাহিদা পূরণ হতে পারে। কোভ্যাক্সিন ট্রায়ালে সফল হলে ২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা পাবে। পুরোটাই নির্ভর করছে এর ট্রায়ালে সাফল্যের উপর। দিল্লি ও পাটনার এইমসে এর ট্রায়াল হবে।