ছন্দপতন দৈনিক সংক্রমণে

বুধবার ফের ঊর্ধ্বমুখী। নতুন করে উদ্বেগ বাড়াল মঙ্গলবারের পরিসংখ্যান নিয়ে। সংক্রমণ।একধাক্কায় কয়েক হাজার বেড়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১ হাজার ৩৯ জন। একদিনে করোনার বলি ১১০ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন এই রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২২৫ জন।