চুল কাটতে গিয়ে গায়ে স্পর্শ গ্রেপ্তার তরুণ..

নিজস্ব সংবাদদাতা: পার্লারে চুল কাটার সময় আপত্তিজনকভাবে গ্রাহককে স্পর্শ করেছে ১৯ বছরের হেয়ার স্টাইলিস্ট। এই অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার মুম্বইয়ের ভিপি রোড পুলিশ আলতাফ সালমানি নামে ওই তরুণকে গ্রেফতার করে। নিগৃহীতা মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি ফেসিয়াল ও হেয়ার স্ট্রেটনিং করাতে গিয়েছিলেন ইউনিসেক্স বিউটি পার্লারে।