বিশ্বের বৃহত্তম রেলইঞ্জিন উৎপাদনকারী কারখানা, চিরেকা চলতি আর্থিক বর্ষ ২০১৯-২০ তে ৪৩১টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করে বিগত আর্থিক বর্ষে উৎপাদিত রেলইঞ্জিন উৎপাদনের বিশ্ব রেকর্ডের পরিসংখ্যানকে পিছনে ফেলে এক নতুন কীর্তিমান রচনা করল। (এক্ষেত্রে বলা বাহুল্য সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে চিরেকায় ইঞ্জিন উৎপাদনের কাজ ২১/০৩/২০২০ তারিখ থেকে বন্ধ রয়েছে)। বিগত আর্থিক বর্ষ ২০১৮-১৯ এ ৪০২টি রেকর্ডসংখ্যক ইঞ্জিন উৎপাদনের চিরেকার কৃতিত্বকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস।
আর্থিক বর্ষ ২০১৪-১৫ এ রেল ইঞ্জিন উৎপাদনের পরিসংখ্যান ২৫০ থেকে চলতি আর্থিক বর্ষ ২০১৯-২০ তে ৪৩১টি ইঞ্জিন উৎপাদন করে গত ৬ বছরের উৎপাদন মাত্রার ৭৫% অধিক উৎপাদন করে এই সংস্থা ‘১০০% বৈদ্যুতিকরণ’ ও ‘মেক ইন ইন্ডিয়ার’ প্রকল্পে নিজেদের অবদান রেখেছে। এই আর্থিক বর্ষে ৪৩১টি রেল ইঞ্জিন উৎপাদন করে চিরেকা ২০০টি ইঞ্জিন উৎপাদনের সম্ভাব্যতা থেকে ২.১৬ গুণ বেশি উৎপাদন করেছে। উন্নত মানের সাপ্লাই চেইনের ব্যবস্থা এবং আধিকারিক ও কর্মীদের কঠোর পরিশ্রম ও একমুখী ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলস্বরূপ জুলাই ২০১৯ থেকে প্রতিমাসে ধারাবাহিকভাবে ৪০টিরও ইঞ্জিন উৎপাদন করে চিরেকা এই সর্বকালের সেরা রেকর্ডের কীর্তিমান অর্জন করেছে। চিরেকার মহাপ্রবন্ধক শ্রী প্রবীন কুমার মিশ্র চিরেকার এই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সকল কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান।