চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায়

ক্রমশ বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। পূজার মরশুম শুরুর আগেই দিন দিন বাড়ছে দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। প্রায় দেড় হাজার বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে করোনার টিকাকরণে রেকর্ড গড়ে ফেলেছে ভারত। শুক্রবার গোটা দেশে আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে টিকাকরণ অভিযানে কার্যত ঝড় উঠেছিল মোদীর জন্মদিনে। কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাত। প্রতিটি রাজ্যেই শুক্রবার ২০ লক্ষেরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশজুড়ে সংক্রমণের তৃতীয় ধাক্কা নিয়ে আশঙ্কার পারদ চড়ছে। এই আবহে অত্যন্ত সাবধানী প্রতিটি রাজ্য। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, সেরাজ্যে চারধাম যাত্রায় যেতে গেলে করোনার দুটি টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক। চার ধাম যাত্রায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে ভক্তদের করোনা নেগেটিভ পরীক্ষার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। চার ধাম যাত্রায় ই-পাসেরও বন্দোবস্ত করেছে উত্তরাখণ্ড সরকার। ই-পাস ছাড়া এবছর উত্তরাখণ্ডে চার ধাম যাত্রায় যেতে পারবেন না ভক্তরা। উৎসবের মরশুম শুরুর মুখেই দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র ও কেরলের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।