একটি আস্ত লঞ্চের ভেতরেই শিশুদের জন্য গ্রন্থাগার তৈরি হল শহরে এই প্রথমবার। শিশু-কিশোরদের বইয়ের সঙ্গে বাঁধতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম হুগলি নদীতে ভাসল বোট লাইব্রেরি। দিনে ৩ বার মিলেনিয়াম পার্ক ও বেলুড় মঠ জেটির মধ্যে চলাচল করবে এই বোট লাইব্রেরি। এই লঞ্চে রয়েছে ৫০০ ইংরাজি ও বাংলা বই। এই বোট লাইব্রেরি সাজিয়ে তোলা হয়েছে অক্সফোর্ড বুক স্টোর থেকে সংগ্রহ করা বিভিন্ন বই দিয়ে। বোটে মিলবে WiFi পরিষেবা। এর আগে শহরবাসী পেয়েছে লাইব্রেরি ট্রাম।