চাকরি দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে বাইরে রয়েছে। সেই সুযোগ নিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অষ্টাদশী বধূকে দিনের পর দিন ধর্ষণ করেছে। গৃহবধূটি কিছুদিন আগে হরিশচন্দ্রপুর এলাকায় ওই অভিযুক্তের নামে এফআইআর করতে গেলে অভিযুক্ত মজিবুর রহমান নিজের প্রভাব খাটিয়ে এলাকা থেকে ওই গৃহবধূ এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।

সোমবার ওই গৃহবধূ মালদার বার এসোসিয়েশনের এক আইনজীবীর সাহায্য নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানেই অভিযুক্ত মজিবুর রহমানের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন এবং তার শাস্তির কথাও আদালতের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন। যদিও এদিকে অষ্টাদশী ওই গৃহবধূরকে ধর্ষন এবং গ্রামছাড়া করে দেওয়ার ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ কোনো মন্তব্য করে নি।