বিগত দেড় বছরের বেশি সময় সারা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা। করোনা করাল গ্রাসে পড়েছে ভারতও। এর জেরে বন্ধ হয়েছে একের পর এক বেশি কিছু অনুষ্ঠান। চলতি বছরেও করোনার তান্ডবে বন্ধ হয়েছে অনেক কিছু। এবার আগামী মাসেই আসতে চলেছে স্বাধীনতা দিবস। তবে এবার অবশ্য কোভিডের ভ্রুকুটি কম। তা স্বত্বেও স্বাধীনতা দিবসের সম্পূর্ণ প্যারেড বা কুচকাওয়াজ এবারও হচ্ছে না। জানা গিয়েছে, এবারেও আগের বারের মতই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সময় কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি মেনেই হবে কুচকাওয়াজ। রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পারফরম্যান্স থাকবে। এছাড়া পাঁচটি ট্যাবলো থাকবে। তার মধ্যে সদ্য শুরু হওয়া “লক্ষীর ভান্ডার”, “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” ট্যাবলো যেমন থাকবে তেমন থাকছে রাজ্য সরকারের অন্যতম সফল “দুয়ারে সরকার” ও “কৃষক বন্ধু” প্রকল্পের ট্যাবলো। পাশাপাশি সরকারের পরবর্তী গুরুত্বপূর্ণ “দুয়ারে রেশন” প্রকল্পের ট্যাবলো ও অন্যতম আকর্ষণীয় বিষয় হিসেবে উপস্থিত থাকবে কুচকাওয়াজে। কিন্তু করোনা প্রেক্ষিতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। তবে আপাতত রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। যাতে কোনও রকম বাড়াবাড়ি না হয় তার জন্য করোনা নিয়ম বিধি ১৫ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সরকার।