ঘরে বসেই রেল- এর টিকিট বুকিং

ভারতীয় রেলের কর্মীদের টিকিট এবং অনলাইন পাস বুকিং প্রক্রিয়ার জন্য চালু হল রেলের ই-পাস মডিউল। অনলাইনে এই মডিউলের সূচনা করলেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার। রেল বোর্ড জানিয়েছে, ই-পাস সহ মোট একুশটি মডিউল তৈরি করবে সিআরইএস। এই ই-পাস মডিউলের সাহায্যে ঘরে বসেই আইআরসিটিসি ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট বুকিং এবং রেলের পাস সংরক্ষণ করতে পারবেন কর্মীরা। এতদিন পর্যন্ত এই সমস্ত কাজের জন্য রেলকর্মীদের দফতরে এসে দীর্ঘ সময় নিয়ে তদ্বির করতে হত। নতুন ব্যবস্থায় সেই সমস্যার সুরাহা হল বলে জানিয়েছে রেল বোর্ড।