বিশ্বের প্রথম হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল লঞ্চ্ করল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগের সহযোগী অ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ানস অফ ইন্ডিয়া (এপিআই) ও হাইপারটেনশন সোসাইটি অফ ইন্ডিয়া (এইচএসআই)। এই সিম্বলটি তৈরি হয়েছে দেশের ৫০,০০০ জন অগ্রণী চিকিৎসকের সঙ্গে আলোচনাক্রমে। এর উদ্দেশ্য হল হাইপারটেনশন ও সঠিক সময়ে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের বাস্তবায়নের জন্য গ্লেনমার্ক পাঁচ মিলিয়ন মানুষের হাইপারটেনশন পরীক্ষা করাবে, প্রধান মেট্রো শহরগুলির কর্পোরেট হসপিটালগুলিতে স্থাপিত স্ক্রিনিং কিয়স্কের মাধ্যমে। এছাড়া, নন-মেট্রো শহর ও প্রান্তিক এলাকাগুলিতে সারাবছর স্ক্রিনিং ক্যাম্পগুলি চালানোর জন্য ২০০ সদস্যের একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।
হাইপারটেনশন (হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ) হল হার্ট ডিজিজ, স্ট্রোক ও কিডনি ডিজিজের অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর। এই রোগগুলি দেশের হেলথকেয়ার ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে এক বিরাট ঝুঁকি এবং মানুষের মৃত্যু ও মৃত্যু-সংক্রান্ত কারণ। চিকিৎসকদের মতে, শীঘ্র ও সময়োচিত নির্ণয় এই রোগকে বাড়তে বাধা দেয়, যাতে আরও জটিলতা সৃষ্টি না হয়।