বুধবার জানা গেল জিও প্ল্যাটফর্মে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানী এদিন সংস্থার ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ারের মালিক হতে চলেছে গুগল। গত এপ্রিলে ফেসবুক জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল। এই নিয়ে মোট ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকার তহবিল গঠন করল রিলায়েন্সের টেলিকম শাখা।
বর্তমানে জিও-র গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এই বিপুল গ্রাহক সংখ্যাকে ব্যবহার করে আগামী দিনে জিও খুচরো ব্যবসা, শিক্ষা ও পেমেন্টের ব্যবসা বাড়াতে চায়। ৬৩ বছর বয়সী মুকেশ অম্বানী জিও প্ল্যাটফর্ম তৈরি করেন। ২০১৬ সালে ওই সংস্থার পথচলা শুরু হয়। ইতিমধ্যে ওই সংস্থা দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক গড়ে তুলেছে। বিনিয়োগকারীদের আশা, খুব দ্রুত ভারতের বিরাট বাজারে জায়গা করে নেবে জিও।