গান্ধী পরিবার পরিচালিত তিন সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকারের, চিন্তায় রাহুল

কংগ্রেসের চিন্তা বাড়িয়ে গান্ধী পরিবার পরিচালিত তিন সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হল ইডিকে ।কংগ্রেসের সঙ্গে চিনা কমিউনিস্ট পার্টির গোপন আঁতাত নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকার সরব হয়েছিল আগেই। এবার আরও একধাপ এগিয়ে নেহেরু-গান্ধি পরিবারের নিয়ন্ত্রণাধীন রাজীব গান্ধি ফাউন্ডেশন সহ তিনটি ট্রাস্ট্রের বিরুদ্ধে আয়কর ফাঁকি, আর্থিক তছরুপ এবং বিদেশি অনুদান সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্তের নির্দেশ দিল মোদি সরকার। ইডির স্পেশাল ডিরেক্টরের নেতৃত্বে একাধিক মন্ত্রকের আধিকারিকদের নিযে গঠিত একটি কেন্দ্রীয় দল ওই তিনটি ট্রাস্টের কাজকর্মে কোনও আর্থিক দুর্নীতি হয়েছে কিনা, তা তদন্ত করে দেখবে।

তদন্তের নির্দেশিকা জারি হতেই কংগ্রের হাইকমান্ড ও রাহুল গান্ধী এর পিছনে রাজনৈতিক চক্রান্তএর গন্ধ পাচ্ছেন।সেই সঙ্গে এর তীব্র বিরোধিতা করে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার বর্তমান সীমাসংক্রান্ত সমস্যায় নিজেদের ব্যর্থতা ঢাকা দিতেই দৃষ্টি ঘোরানোর চক্রান্ত করছে।কেন্দ্রীয় সরকার এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে এটা পুরনো ঘটনারই তদন্ত শুরু করেছে ইডি।এতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নেই।