গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে চলছিল ভুঁড়িভোজের আয়োজন।গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে এক অভিযুক্তকে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে খবর মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার করা হয়েছে সোমরা ওঁরাও নামে একজনকে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ঘটনায় যুক্ত আরও পাচ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর । তদন্তে কাজে লাগানো হচ্ছে দফতরের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুরকে।

ডুয়ার্সের গরুমারার জঙ্গলে ঢুকে ইন্ডিয়ান গাউর বা বাইসন মেরে মাংস খাওয়ার পরিকল্পনার ঘটনা এই প্রথম। ধৃতর বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে অভিযোগ দায়ের করেছে বন দফতর। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে বিচারক তিন দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানাগিয়েছে ।