ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সেন্টারের গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়া সরকারের মদতপুষ্ট হ্যাকাররা কোভিড ভ্যাকসিন তৈরির গবেষণার সঙ্গে যুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডিয়ান গবেষণা সংস্থাকে নিশানা করেছে। সেখান থেকে তথ্য চুরি করতে চাইছে। এর পিছনে ক্রেমলিনের ভূমিকা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ব্রিটেন। এ ব্যাপারে কোজি বিয়ার তথা এপিটি২৯ হ্যাকার গ্রুপের দিকে আঙুল তুলেছেন ব্রিটিশ গোয়েন্দারা। এই দুই হ্যাকার গ্রুপই রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলির হয়ে কাজ করে বলে ব্রিটেনের দাবি। ব্রিটিশ কর্তারা জানিয়েছেন, ভ্যাকসিন গবেষণা সংক্রান্ত সবকিছুই সুরক্ষিত রয়েছে। কোভিড মোকাবিলার জন্য এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১৪০ টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে।