ভারতে করোনা সংক্রমণ ১৩ লক্ষ ছাড়ানো । বিশ্বে মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে ভারত। আগে ইউএস, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালি। ভারতে মোট সংক্রমিত ১৩, ০৬, ০০২। মহারাষ্ট্রের সংক্রমিত ৩, ৪৭, ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পরপর দু’বার এত রোগীর মৃত্যুর খবর মিলেছে। গত তিন সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই দেশে মোট সংক্রমিত ছিল ছয় লক্ষ। তিন সপ্তাহ বাদে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ এদিকে তেলেঙ্গানায় শুরু হয়েছে কমিউনিটি সংক্রমণ। দেশে এযাবৎকাল ৬৩.৪৫% সুস্থ। গোটা বিশ্বে প্রতি মিলিয়ে বিচারে মৃত ও সংক্রমণের হার কম।