গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

দেশে একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছাড়াল ৬২ হাজার। দেশে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন।

কেন্দ্রের তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির হার আগের থেকে কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস ২৯.২০%। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। দেশে এখন সংক্রমণে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ২.০১ শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা সবচেয়ে কম।

করোনায় মৃত্যুহার আরও কমেছে দেশে। গত সপ্তাহে কোভিড ডেথ রেট ছিল ২.৩৩%। সেখান থেকে মৃত্যুহার এক ধাক্কায় কমে দাঁড়ায় ২.১৩ শতাংশে। তাই আশার আলো দেখা গেছে।