গণেশ পুজো উদ্বোধনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

দেশে চলছে করোনা মহামারি । শিলিগুড়িতে ও সংক্রমণ বাড়ছে উত্তরোত্তর ।তাই নমো নমো করে হচ্ছে শিলিগুড়ির গণেশ পুজোগুলি । শিলিগুড়িতে বেশ কয়েকবছর থেকে শিলিগুড়ির কলেজপাড়া গণেশ পুজা কমিটি নজরকাড়া পুজো করে আসছে ।কিন্তু এবার করোনা আবহে কোনোমতে হচ্ছে পুজো । এই গণেশ পূজা উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ।

এদিন গৌতম দেব প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজোর শুভ সূচনা করেন ।ক্লাব সূত্রে জানা গেছে কোভিড বিধিনিষেধ মেনে পুজোর সূচনা হলো । এবং পুরো অনুষ্ঠান করোনার বিধিনিষেধ মেনেই চলবে ।এদিন উপস্থিত পর্যটনমন্ত্রী গৌতম দেব মাস্ক পড়ে পুজোয় অংশগ্রহণ করেন ।