খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

যাত্রী পরিবহণের জন্য রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র পেল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। এবার রেল বোর্ডের অনুমোদন  মিললেই আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো। অনুমতিপত্র এসে পৌঁছেছে মেট্রো ভবনে।

আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বেরিয়ে আসার জন্য স্টেশনে উপযুক্ত পথ–নির্দেশিকা রাখার কথা বলা হয়েছে। নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রোপথ উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়াল মাধ্যমে এই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন। যদিও এ নিয়ে এখনও নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি।