খুব শীঘ্রই বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

আবার বলিউডে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে একের পর এক আক্রমণের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কখনও প্রতারণা করা, কখনও টাকার নয়ছয়, কখনও আত্মহত্যার প্ররোচনা, আবার কখনও খুনের অভিযোগও ওঠে তাঁর দিকে। মাদকযোগ থাকার জন্য গ্রেফতার করা হয় তাঁকে। তাই সব মিলিয়ে ২০২০ রিয়ার জন্য ছিল বিভীষিকাময়।

তবে খুব শীঘ্রই আবার অভিনয় জগতে ফিরতে চলেছেন রিয়া। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তাঁর জন্য দরজা খোলা, তাও স্পষ্ট করে বলেছেন তিনি। রুমি বলছেন, রিয়া আগামী বছরই অভিনয়ে ফিরছেন। আমি সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ও খুবই চুপচাপ হয়ে গিয়েছে। কথা বলল না বেশি। ওর উপর দিয়ে যা গিয়েছে, তার পরে ওকে দোষও দেওয়া যায় না। এই অবস্থা তাড়াতাড়ি স্বাভাবিক হোক। আমি নিশ্চিত রিয়ার অনেক কিছু বলার আছে।

প্রসঙ্গত, গত ৮ ,সেপ্টেম্বর এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। মাদকযোগের জন্য তাঁকে গ্রেফতার করা হয়। সুশান্তের মৃত্যুর তদন্তে মাদকযোগ বড় আকার নিয়েছিল। ৪ অক্টোবর জেল থেকে ছাড়া পান রিয়া।