ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন হাইকোর্টের তরফে

ঘটনা ঘটার পর অতিক্রম করে গেছে বেশ কয়েক মাস, কিন্তু তার সুরাহা হয়নি এখনো। শীতলকুচি কাণ্ডে কেন্দ্র, রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শীতলকুচিতে সিআরপিএফের গুলিতে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের হলফনামা তলব। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা তলব করেছে।

শীতলকুচির ঘটনায় ক্ষতিগ্রস্তরা কি ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? নিহতদের ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে কেন্দ্র, রাজ্য? এই মর্মে রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে ক্ষতিগ্রস্তরা যেহেতু নিজেরাই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে, তাই তাদের হয়ে তৃতীয় ব্যক্তিদের আবেদন বাতিল করে দিয়েছে আদালতের ডিভিশন বেঞ্চ। ২০২১ সালে বাংলা বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয় গোটা রাজ্য। একটি ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল হয়।

কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে শীতলকুচির ১২৬ নম্বর বুথ কেন্দ্রে এই মারাত্মক ঘটনা ঘটে। ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালায় যার ফলে ৪ ভোটারের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানিয়েছিলেন, সকালবেলা যখন ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভোট দেওয়ার জন্য, তখনই তিনটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনীরা আসে। কিছু বলার আগেই প্রথমে তারা হাওয়ায় তিন-চারবার গুলি করেন। তাতেই দিশেহারাভাবে ভোটাররা এদিক-ওদিক দৌড়তে শুরু করেন। তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ওপর গুলি চালায়। যদিও বাহিনীর বক্তব্য ছিল, তাঁদের ওপর আক্রমণ করা হয়েছিল।