কলকাতা/খড়গপুর: ক্লাসিকাল ও লোকশিল্পের একাডেমির সূচনা করলো আইআইটি-খড়গপুর। নতুন শিক্ষা নীতির সূত্র ধরে এই একাডেমির সূচনা। এই একাডেমিতে সঙ্গীত, ফাইন আর্টসে প্রশিক্ষণ দেওয়া হবে। এমনটাই জানিয়েছে আইআইটি খড়গপুর। শাস্ত্রীয় সঙ্গীতের পরিচিত মুখ পণ্ডিত অজয় চক্রবর্তী ১০০ লাখ বিভাগের প্রধান হিসেবে কার্যভার সামলাবেন। এই প্রতিষ্ঠানের প্রাক্তনী হিসেবে ড. কিরণ শেঠ, মুকুন্দ পদ্মনাভন গোটা বিষয়ের তদারকি করবেন।