ক্রিকেট থেকে বিদায় নিলেন থারাঙ্গা

মঙ্গলবার ৩৬ বছর বয়সী থারাঙ্গা ক্রিকেট থেকে বিদায়ের কথা জানান। সামাজিক মাধ্যমকে সাক্ষী রেখে সেই শ্রীলঙ্কান ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। ২০০৫ সালের ২ আগস্ট ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল। শ্রীলঙ্কা ও এশিয়া একাদশের হয়ে ৩১টি টেস্ট, ২৩৫ টি একদিনের ম্যাচ ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ লেছেন থারাঙ্গা। ২০১১ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে তার ছিল বড় অবদান। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য শুভকামনা জানান।