ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ উসমান খোয়াজা।

লকডাউনের মধ্যে ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ২০ জন প্লেয়ারের নাম ঘোষণা করে দিল অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা যাঁরা কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিলেন। আগের চুক্তি থেকে বাদ গেলেন ছ’জন। তার মধ্যে রয়েছেন উসমান খোয়াজা। মিশেল মার্শ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেও তাঁর ভাই শন মার্শের জায়গা হয়নি। আসন্ন টি২০ বিশ্বকাপকে মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির আওতায় বেশি করে রাখা হয়েছে লিমিটেড ওভারের ক্রিকেটারদের। অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা টি২০ বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের জন্য সেটা হওয়া নিয়ে সংশয় রয়েছে। কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা হয়েছে ১৫ জন মহিলা ক্রিকেটারকেও।