ক্রমশই কি ব্যবধান বাড়ছে বিজেপির সঙ্গে? পদ্ম ছেড়ে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়? এমনই সম্ভাবনার দাবি করেছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞমহল। রাজ্যের রাজ্যসভাপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে অমিল মুকুল রায়কে ক্রমশ রাজ্য বিজেপি রাজনীতিতে একঘরে হয়ে পড়ছে। রাজ্যের বিজেপির একাধিক ইস্যু নিয়ে দ্বিমত দেখা গেছে মুকুল এবং দিলীপ ঘোষের গোষ্ঠীর সঙ্গে ।
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় চার্জশিট দাখিলের প্রসঙ্গেই জন্ম নিয়েছে এই জল্পনা।গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি কোন মন্তব্য না করলেও শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত মুকুলের প্রতি ক্রমেই মনোভাব নরম করছে তৃণমূল। তাই চার্জশিটে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম অভিযুক্ত হিসেবে থাকলেও তাতে মুকুলের নাম নেই। মুকুলের নাম আছে সন্দেহ ভাজন হিসেবে। আরও জানা যাচ্ছে, মুকুলের বিষয়ে তদন্ত করার জন্য আরও তিনমাস সময় চেয়েছে সিআইডি।বিধানসভা নির্বাচনের আগে মুকুল আবার তৃণমূলে ফিরে এলে পদ্ম শিবির জোর ধাক্কা পায় কিনা ,বলবে সময়।