অবসর নেওয়ার চারদিন আগে হঠাৎ এক রেলকর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদা এলাকায়। জানা গেছে ওই রেলকর্মীর নাম হনুমান রায়। চলতিমাসের ৩১ তারিখে রেলের কাজ থেকে অবসর নেওয়ার কথা ছিল তার। তাই পুজোর মরশুমে ওই মৃত কর্মীর পরিবারের বাকি সদস্যরা বাড়ি ফিরে যায়। এরই মধ্যে গতকাল ওই কর্মীর মৃতদেহ উদ্ধার হয় তার কোয়াটার থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদার ঝলঝলিয়া রেল কলোনিতে।
পুলিশ জানিয়েছে, মৃত রেলকর্মীর নাম হনুমান রায় তিনি ওল্ড মালদার এন এফ রেলের কর্মী চলতি মাসের ৩১ তারিখে তার অবসর নেওয়ার কথা ছিল। তাই তার পরিবারের লোকদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি এটাই ছিলেন কোয়াটারে। সেই সুযোগ নিয়ে কেউ বা কারা তাকে মেরেছে বলে প্রাথমিক অনুমান।
খবর পেয়ে ছুটে আসে ইংলিশবাজার থানার পুলিশ । পুলিশ দেহটিকে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় । ।অবসর নেওয়ার ঠিক চার পাঁচ দিন আগে হঠাৎ এমন ঘটনা কিভাবে ঘটল তার তদন্তে করছে ইংলিশবাজার থানার পুলিশ।