গত বুধবার কলকাতায় কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের উদ্বোধন হয়। ২৬ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন এই ট্রায়ালে। এই ট্রায়ালের পর এ বার জরুরি ভিত্তিতে কোভিড টিকা কোভ্যাক্সিনের ব্যবহারের জন্য আবেদন করল ভারত বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ ভাবে সেই সম্ভাব্য টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। আপাতত কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।