করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার এক মাস পর কোভিড গ্রাফে বড়সড় পতন। বর্তমানে অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি। সংক্রমণ কমে এক লক্ষের নীচে। এই পরিস্থিতিতে টিকাকরণ এবং বুস্টার ডোজ নেওয়ার প্রক্রিয়ায় গতি বাড়ানোর চেষ্টা জারি রেখেছে কেন্দ্রের সরকার। সম্প্রতি ঘোষণা করল, এবার থেকে টিকাকরণে আধার কার্ডের তথ্য দেখানো আর বাধ্যতামূলক নয়।
শীর্ষ আদালতে কেন্দ্রের সরকার জানিয়েছে, টিকাকরণের জন্য কো-উইন পোর্টালেও আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। নির্দেশ অনুযায়ী, টিকা নেওয়ার সময় আধার কার্ড দেখানোর জন্য কাউকেই জোর করা যাবে না। বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে আধার কার্ড দেখানোর জন্য রীতিমতো জোরাজুরি করা হচ্ছে। এই বিতর্ক ঘিরে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন পুণের আইনজীবী সিদ্ধার্থশঙ্কর শর্মা। মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, টিকাকরণের জন্য পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড আর বাধ্যতামূলক নয়। নয়টি নথির মধ্যে যে কোনও একটি দেখালেই চলবে।