কোভিড ওষুধ জোগাড়ে নাজেহাল আক্রান্তদের পরিবার

গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অত্যন্ত দ্রুত হারে বাড়ছে, তার উপর মিলছে না করোনার ওষুধও কোভিড ড্রাগ। গত সপ্তাহের পর থেকেই করোনা ভাইরাসের চিকিৎসায় ব্য়বহৃত ড্রাগ অ্যাকটেমরা বা টোসিলিজুমাব বাজার থেকে একরকম বেপাত্তা হয়ে গেছে বলা যায়। এই যেমন, ৫৩ বছর বয়সী রিঙ্কু বন্দ্যোপাধ্যায়ের করোনা আক্রান্ত বাবা দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, বাবার চিকিৎসার জন্যে অ্যাকটেমরা ওষুধটির প্রয়োগ অত্যন্ত জরুরি। অথচ তা ওষুধের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না। ওই কোভিড ড্রাগ সংগ্রহের আশায় ওই ভদ্রমহিলা দিল্লি থেকে জয়পুর পর্যন্ত ঘুরে এসেছেন, কিন্তু কোথাও ওষুধের সন্ধান মেলেনি। কোভিড ওষুধ জোগাড়ে এমন ঘাটতি দেখা দিয়েছে যে, রোগীদের পরিবারকে ওষুধ সংগ্রহের জন্যে ছুটে বেড়াতে হচ্ছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত।