কোচবিহার রাজবাড়ী, মদনমোহন মন্দির ঘুরে দেখলেন সস্ত্রীক রাজ্যপাল

আজ একদিনের সফরে কোচবিহারে গিয়ে রাজবাড়ী , মদনমোহন মন্দির ঘুরে দেখলেন রাজ্যের রাজ্যপাল ধনকর এবং তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন জেলার সাংসদ নিশীথ প্রামাণিক । একমাসের জন্য দার্জিলিং এ রাজভবনে থাকার জন্য ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন কয়েকদিন। আজ কোচবিহারে পৌঁছে শতাব্দী প্রাচীন কোচবিহার রাজবাড়ী , মদনমোহন মন্দির ঘুরে দেখলেন। জানা গেছে মদনমোহন মন্দিরে পূজোও দেন তিনি।