কোচবিহারে করোনায় আক্রান্ত হলেন উদয়ন গুহ

এবার করোনায় আক্রান্ত হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।মঙ্গলবার রাতের  করোনা ভাইরাস সংক্রমনের পজেটিভ তালিকায় উঠে এলো এক চাঞ্চল্যকর নাম। বিধায়ক উদয়ন গুহ। জেলা প্রশাসন মারফত ইতিমধ্যেই নামের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং এর পর দিনহাটার পৌর প্রশাসক তথা বিধায়ক উদয়ন গুহ করোনা সংক্রমিত।