কেন্দ্রের প্রশংসায় হর্ষ বর্ধন

শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই অবস্থায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।  রাজ্যের স্বাস্থ্যখাতে কেন্দ্র ব্যাপক সাহায্য করেছে বলে জানালেন হর্ষ বর্ধন-সহ বিজেপি নেতৃবৃন্দ। হর্ষবর্ধন বলেন, সব ক্ষেত্রেই উদারহস্ত কেন্দ্র। কিন্তু রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো হতাশাজনক। যেক্ষেত্রে দরকার কেন্দ্র প্রশংসা করেছে। অন্যদিকে, কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধন।