কেন্দ্রের নয়া নীতির বিরুদ্ধে এবার হাই কোর্টের দারস্থ হোয়াটসঅ্যাপ

কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা রুজু করল হোয়াটসঅ্যাপ৷ কেন্দ্রের নয়া আইনবিধির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই নীতির ফলে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘিত হবে৷ যা তারা মেনে নিতে পারবে না৷ নয়া নিয়মে বলা হয়েছে, প্রয়োজনে কোনও মেসেজের উৎস ট্র্যাক করতে পারবে মেসেজিং প্ল্যাটফর্ম৷ বুধবার থেকে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের উপর জারি হতে চলেছে একগুচ্ছ নির্দেশিকা। হোয়াটসঅ্যাপের মুখপাত্র আরও জানান, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা জারি রয়েছে৷

প্রসঙ্গত, ভারতে হোয়াটসঅ্যাপ ইউজার ৪০ কোটি৷ কী ভাবে এই বিপুল সংখ্যক ইউজারের গোপনীয়তা রক্ষা করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে৷ হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে৷ অর্থাৎ অন্য কেউ এই মেসেজ দেখতে পারবে না৷ কিন্তু কেন্দ্রের নয়া নীতিতে তা বিঘ্নিত হচ্ছে বলেই দাবি৷