কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা। চলতি বছরের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে এবার রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বাংলায় এসে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার চলতি মাসেই ২৫ তারিখ দু’‌দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে।