কেন্দ্রকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

করোনা ভাইরাসকে রুখতে দেশে জারি লকডাউনের মধ্যেই দেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পগুলোকে বাঁচানোর জন্যে বড় মাপের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু নির্মলা সীতারামনের ঘোষণার সঙ্গে পরস্পরবিরোধী কথা বলতে শোনা যায় আরেক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়িকে। আর দুই কেন্দ্রীয় মন্ত্রীর এই দু’রকম বক্তব্য নিয়েই কটাক্ষ করেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পের জন্য মোট ৩ লক্ষ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ওদিকে গডকড়ি বলেন সরকারি সংস্থাগুলির কাছে এমএসএমইরা পরিশোধিত বকেয়া হিসাবে পাঁচ লক্ষ কোটি টাকা পায়। এই দুই মেরুর কথা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।