কৃষি বিল বিক্ষোভের আঁচ এবার বিদেশে

লন্ডন: নয়া কৃষি বিল বাতিল বা সংশোধন করতে হবে, এই দাবিতে পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিক্ষোভে উত্তাল গোটা দেশ। বিক্ষোভকারীরা জানিয়েছে ৮ই ডিসেম্বর সারা ভারত বনধের দিন প্রতিটি টোল প্লাজা ও দেশের প্রতিটি রাস্তা আটকে প্রতিবাদ চলবে। দফায় দফায় আলোচনা চললেও হয়নি কোনও সমাধান।

পরবর্তী বৈঠক ৯ই ডিসেম্বর ধার্য করা হয়েছে। এবার ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়াল কৃষি বিক্ষোভের আঁচ। লন্ডনের বিক্ষোভের মূলে শিখ সম্প্রদায়ের মানুষেরাই। লন্ডনের ভারতীয় দূতাবাসকে ঘিরেই এদিন চলছিল বিক্ষোভ। করোনার নিয়ম ভাঙায় গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে।