কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ -বিক্ষোভ অব্যাহত দেশজুড়ে । লোকসভা, রাজ্যসভা থেকে পথে ঘাটে বর্তমানে কৃষিবিল নিয়ে বিরোধীতায় নেমেছে বিরোধীরা। আজ কৃষিবিল নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ প্রতিবাদ দেখালেন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। জানা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসর এসোসিয়েশন এর সদস্যরা আজ কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিরোধিতায় পথে নামে। এই বিক্ষোভ মিছিলটি শিলিগুড়ি কলেজ থেকে শুরু হয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গা পরিক্রমা করে বলে সূত্রের খবর। সমিতির এক অধ্যাপকের বক্তব্য কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী সিদ্ধান্ত নিয়ে তাদের এই প্রচার। মানুষকে কৃষিবিলের।সমস্যাগুলি নিয়ে তারা সমাজের কাছে তুলে ধরবেন।