কৃষকদের সঙ্গে দেখা করবেন অরবিন্দ কেজরিওয়াল

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকদের ধর্না ১২ দিনে পড়ল। কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠকে এখনও কোনো রফাসূত্র বেরোয়নি। সিংঘু-সহ দিল্লি-হরিয়ানা সীমানার বেশ কয়েকটি জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। এবার এই অবস্থানরত কৃষকদের সঙ্গে দেখা করতে সোমবার সেখানে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার ফের একবার বৈঠকে বসবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।