কুষ্ঠ রোগের বিরুদ্ধে সচেতনতা অভিযান জলপাইগুড়িতে

বিজ্ঞান ভাবনাকে আরো ছড়িয়ে দিতে, ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞান চেতনা এবং ভাবনাকে আরো বিকশিত করতে উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ির লাইট অফ সায়েন্স। জানা গেছে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর গুমটির লাইট অফ সায়েন্সের অস্থায়ী অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়।

মূলত ছাত্র‌ছাত্রীদের মধ‍্যে বিজ্ঞান ভাবনা গড়ে তুলতেই এই এই উদ্যোগ বলে জানান লাইট অফ সায়েন্সের কর্মকর্তা‌রা। সংস্থা‌র সদস্য দেবার্ঘ‍্য বিশ্বাস বলেন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অনেক সময় হাতে কলমের বিজ্ঞান শেখা থেকে বঞ্চিত থেকে যায়। তাই তাদের সামনে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কুসংস্কার দূরীকরণ কর্মসূচীও নিয়েছিলেন তারা। বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মুখী করতে ও ছাত্র ছাত্রীদের বিজ্ঞান চেতনা জাগাতে এই উদ্যোগ। একদিনের এই কর্মশালায় ছাত্র ছাত্রীদের হাতে কলমে শেখানো হয় মোটর কিভাবে কাজ করে, আর্কিমিডিসের সূত্র কি, ডায়নামোর কাজ ও ঘনত্ব বাড়লে চাপ বাড়ে ইত্যাদি বিষয়গুলো।