কুমের নগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা

শুক্রবার সকালে অহমদাবাদের কুমের নগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। শপিং কমপ্লেক্স ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে।

দোতলা একটি শপিং কমপ্লেক্সের বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয়রা। আধিকারিকরা জানিয়েছেন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।