কিছুটা সংক্রমণ বাড়লেও স্বস্তি সংক্রমণের সংখ্যায়

দেশে করোনার দ্বিতীয় ধাক্কা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ। ৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে কিছুটা বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। যা বেশ কিছুটা অস্বস্তিকর। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষেরও বেশি। অন্যদিকে নতুন করে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩ হাজার ৫৭০ জন।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর একটা সময় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ক্রমাগত সচেতনতার প্রচার, কড়া বিধি নিষেধ এবং টিকাকরণের ফলে তা আবার ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩,১৮৭ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও পর্যন্ত দেশে ২৬.৫৫ কোটি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।